Get Your Own Bangla Domain
Get a domain like আমার.com for your website, or buy the Bangla domain of your already exist website which domain in English. You can purchase this Bangla Domain from here in almost all kind of extasion like .org, .com, .net, .biz and meny more.
বাংলা ডোমেইন কি?
সুন্দর নামের ডোমেইন খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা ভাল করেই জানেন যাদের নিজের এক কিংবা একাধিক সাইট আছে। অপরদিকে অনেকেই আছেন শুধুমাত্র ভাল ডোমেইন পাচ্ছেন না বলে সাইট বানাচ্ছেন না। কিন্তু আপনার এই সমস্যা হয়ত বা বাংলা ডোমেইন নেম সমাধান করে দিবে চির দিনের জন্য। আপনি কি জানেন এখন ইংলিশ ডোমেইন নেমের মত বাংলা ডোমেইনও পাওয়া যায়। বাংলা.com , মন.com , ভালোবাসা.com কিংবা উত্তরণ.org অথবা ডোমেইন.net, বাংলাদেশ.inf। এমনকি আপনি এই মুহুর্তে যদি বুকিং করেন তবে হয়ত ফেসবুক.com কিংবা টুইটার.com ও খালি পেতে পারেন।
কি পরিমানে বাংলা ডোমেইন রয়েছে?
বাংলা ডোমেইনে এখনও সংবাদ.com, নিউজ.com , ব্লগ-বাংলা.com , দেশ-বিদেশ.com , বাজার.com সহ হাজার হাজার সুন্দর ডোমেইন এখন পর্যন্ত খালি রয়েছে যা সত্যিই অবিশ্বাস্য। তবে এই বাংলা ডোমেইন সার্চ করার তেমন কোন সহজ উপায় এখনও নেই কিংবা চোখে পড়েনি। সাধারনতো আমরা ডোমেইন নাম খুঁজার জন্য যে সকল সাইট ব্যবহার করি যেমন godaddy.com কিংবা BLACK host এই সকল ডোমেইন নাম সার্চার দিয়ে সম্ভব নয়। ফলে এর জন্য সহজ কোন উপায় নেই। তবে আমাদের সাইটের এই লিংক (বাংলা ডোমেইন নেম ফাইন্ডার - Bangla Domain Name finder) এর সহায়তা নিয়ে জেনে নিতে পারেন আপনার পছন্দের বাংলা ডোমেইনটি খালি আছে কিনা।